• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯

আইন-আদালত

জয়পুরহাটে জামায়াত-শিবিরের দুই নেতা গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ জুলাই ২০২৩

মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি: 
জয়পুরহাটে জামায়াত-শিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার (৩০ জুলাই) দিনগত রাত ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- জয়পুরহাটে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম কিবরিয়া (৪৫) ও সদরের একটি মাদ্রাসার ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম (২৪)। তারা সদরের হানাইল এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২৪ ডিসেম্বর সদরের সগুনা এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা একত্রিত হয়ে নাশকতার চেষ্টা করছিলেন। এসময় পুলিশ সেখানে গেলে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ওই ঘটনার মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুজনের মধ্যে একজন জেলা জামায়াতের সেক্রেটারি, আরেকজন ছাত্রশিবিরের সঙ্গে জড়িত। আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads